Auto Driver : কারা বৈধ কারা অবৈধ, বিক্ষোভে অটোচালকরা, তদন্তে পুলিশ
কারা বৈধ অটোচালক কারা অবৈধ অটোচালক, এই দাবিতে বিক্ষোভে সামিল অটোচালকরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্তে জগদ্দল থানার পুলিশ
গতকাল এক গোষ্ঠী অটো চালক অপর আরেক গোষ্ঠী অটো চালকদের অবৈধ দাবি করে | আজ ওই অপর গোষ্ঠী তাদের কেই অবৈধ দাবি করে বিক্ষোভ নামে | আজ জগদ্দল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে করে তারা | কারা বৈধ কারা অবৈধ অটোচালক তদন্তে জগদ্দল থানার পুলিশ |