গো ব্যাক স্লোগান, কালো পতাকা,নামখানা বাবুলকে ঘিরে বিক্ষোভ, দেখুন ভিডিও
- বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ নামখানায়
- বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা
- বুলবুলের ক্ষয়ক্ষতি দেখতে যান বাবুল
বুলবুল বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগণা পরিদর্শনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ দিন সকালে বুলবুল কবলিত দক্ষিণ চব্বিশ পরগণার নামখানা, বকখালি এলাকা পরিদর্শনে আসেন বাবুল সুপ্রিয়। সেই সময় নামখানার একটি বেসরকারি বিএড কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছাত্রছাত্রীরা মন্ত্রীর যাওয়ার পথে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান তিনি। তাতে উত্তেজনা আরও বাড়ে। বাবুল সুপ্রিয়র সঙ্গে বেশ কিছু বিজেপি সমর্থকও ছিল। তাঁরা পাল্টা তৃণমূল সমর্থকদের দিকে তেড়ে যান। দলীয় সমর্থকদের সরিয়ে নিরস্ত করেন বাবুল নিজেই। বিক্ষোভকারীদের সামাল দেয় পুলিশ। ক্ষুব্ধ বাবুল বলেন, 'এঁরা বিক্ষোভ দেখাবেন আমি জানতাম। আমি আমার কাজ করব।'
প্রসঙ্গত, ঘূ্র্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেওয়ার কথা বাবুল সুপ্রিয়র। তিনি জানান, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সবার কাছে সাহায্য পৌঁছে দেওয়াই তাঁর উদ্দেশ্য।