সিঙুর- নন্দীগ্রামে উন্নয়ন হলে রাজ্যপালের যেতে বাধা কোথায়, প্রশ্ন বাবুলের, দেখুন ভিডিও
- রাজ্যপালের পাশে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
- সংবিধান মেনে কাজ করছেন রাজ্যপাল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
- মুখ্যমন্ত্রীকেও সতর্ক করলেন বাবুল
রাজ্য সরকার যদি সিঙ্গুর, নন্দীগ্রামে ভাল কাজই করে থাকে, তাহলে সেখানে রাজ্যপালকে যেতে দিতে আপত্তি কোথায়? রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতের বিতর্কে এভাবেই জগদীপ ধনখড়ের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, রাজ্যপাল যা করছেন সংবিধান মেনেই করছেন। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্যই করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল যদি রাজ্যপালের বিরুদ্ধে সংসদে সরব হয়, তাহলে তাঁরাও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সংসদে সরব হবেন।
বাবুল বলেন, 'তৃণমূল যদি এই প্রসঙ্গ তোলে তাহলে আমরাও পুলিশি অত্যাচারের কথা বলতে পারব। আমাদের সংসদদের উপর হামলার কথা বলতে পারব, রাজ্যপালের সঙ্গে কীরকম অসভ্য ব্যবহার করা হচ্ছে, সেগুলো বলতে পারব। কত বিজেপি কর্মী খুন হচ্ছে, কত টাকা নয়ছয় হচ্ছে, এ সবকিছুই আলোচনায় উঠে আসবে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বাবুল বলেন, 'জনতার রায়ে যেমন এসেছেন, জনতার রায়েই আপনাকে চলে যেতে হতে পারে। ফলে, আপনাকে যে অধিকার দেওয়া হয়েছে, সেটা ভাষাতেই হোক বা কাজে হোক, আপনিও মাত্রা ছাড়াবেন না।'