Viral video: 'বাদাম গান' গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন বাদাম বিক্রেতা
'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম', এই গানটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। এমনকী সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গান। মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক, মজ ইত্যাদি খুললেই বেজে উঠছে এই গান।
'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম', এই গানটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। এমনকী সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গান। মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক, মজ ইত্যাদি খুললেই বেজে উঠছে এই গান। কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তাঁর নাম ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্যও গান করেন। আর এই বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। আর এইসব সরঞ্জামের নাম দিয়েই তিনি তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। তবে গান কোনওদিন শেখেননি বলেই জানাচ্ছেন ভুবন বাদ্যকার।