বুলবুলের তাণ্ডবের পরে কী অবস্থা বকখালির সমুদ্র সৈকতের, দেখুন ভিডিও

  • বুলবুলের দাপটে বিধ্বস্ত বকখালি
  • ঘূর্ণিঝড়ের দাপটে ভাঙল দোকান, কাঁচা বাড়ি
     
/ Updated: Nov 10 2019, 05:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুলবুলের দাপটে বিপর্যস্ত বকখালি- ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকত। শনিবার প্রায় সারারাতই দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব চালায়  ঘূর্ণিঝড় বুলবুল। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালির সমু্দ্র সৈকতের। সমু্দ্রের পাড়ে থাকা প্রায় সবকটি দোকানই ভেঙেচুড়ে গিয়েছে ঝড়ের তাণ্ডবে। রেহাই পায়নি পুলিশ কিয়স্কও। গোটা সমুদ্র সৈকত জুড়েই লণ্ডভণ্ড অবস্থা। অনেকটা একই পরিস্থিতি ফ্রেজারগঞ্জেও। যদিও সেখানে দোকানপাটের সংখ্যা তুলনায় অনেকটাই কম। 

দোকানপাটের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাঁচা বাড়িগুলিরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ দিন সকালেই কোস্টগার্ডের একটি দল গিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে। বুলবুল আছড়ে পড়ার আগেই বকখালি ছেড়েছিলেন অধিকাংশ পর্যটক। ফলে সমুদ্র সৈকতও কার্যত জনমান শূন্য অবস্থায় রয়েছে। বুলবুলের ধাক্কা সামলে উঠে ভাঙা দোকান মেরামতি করে ফের পর্যটকদের আসার অপেক্ষায় বকখালির ব্যবসায়ীরা।