পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, বারাসাতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
সকাল থেকেই বিজেপি-র বনধ। বারাসাতের চাঁপাডালিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বারাসাতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের। বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
বেলা বারার সঙ্গে সঙ্গে বারাসত চাঁপাডালিতে বিজেপি কর্মী-সমর্থকদের বনধ সমর্থন করতে রাস্তায় নেমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের নেতৃত্বে এই বিক্ষীভ সংগঠিত হয়।উপস্থিত ছিলো স্থানীয় নেতৃত্ব। বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংল বনধকে সমর্থন করতে রাস্তায় মিছিল করে স্লোগান তুলতে থাকে,কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে,ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশভ বাহিনী ও র্যাফ।প্রথমে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ,কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তাদের অবস্থানে অনড় থাকলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি।বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের দাবি,গতকাল যখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়,বুথ ক্যাপচার করে তখন কোথায় ছিলো পুলিশ? গণতন্ত্র কে হত্যা করছে পুলিশ সহ এই সরকার।পুলিশ তৃণমূলের ক্যাডারের কাজ করছে,তার বিরুদ্ধে এই প্রতিবাদ।মুহুর্তের মধ্যে ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে।বিজেপির এই আন্দোলন চলবে,তৃণমূল যে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে ভোট লুট করেছে তার বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে বলে জানায় বিজেপি নেতৃত্ব।