রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বনধ-এর আংশিক প্রভাব শিলিগুড়ি শহরে
বিজেপির ডাকে ১২ ঘন্টা বনধ-এর আংশিক প্রভাব। বনধ-এর আংশিক প্রভাব শিলিগুড়ি শহরে। সকাল থেকেই রাস্তায় দেখা যায় বিজেপির কর্মীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বাস চলাচল তবে স্বাভাবিকই রয়েছে।
বিজেপির (BJP) ডাকে ১২ ঘন্টা বনধ-এর (bandh) আংশিক প্রভাব। বনধ-এর আংশিক প্রভাব শিলিগুড়ি (Siliguri) শহরে। সকাল থেকেই রাস্তায় দেখা যায় বিজেপির কর্মীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বাস চলাচল তবে স্বাভাবিকই রয়েছে। প্রসঙ্গত, রবিবার ছিল পুরভোট (Municipal Elections)। জেলায় জেলায় পুরভোটকে কেন্দ্র করে অশান্তির ছবি উঠে আসে। বিজেপির কর্মী (BJP workers) সমর্থকদের ওপর হামলারও অভিযোগ আসে। ছাপ্পা ভোট এবং ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনাও ঘটে একাধিক জায়গায়। সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট যে হয়নি একাধিক জায়গায় সেই ছবি উঠে আসে। তারই প্রতিবাদে বন্ধ ডাকে বিজেপি। সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে বিজেপি। সকাল থেকেই একাধিক জায়গায় তার প্রভাব দেখা যায়। কলকাতার একাধিক জায়গায় বিজেপির বিক্ষোভের ছবি ধরা পড়ে। জেলায় জেলায় রাস্তায় বিক্ষোভ দেখায় বিজেপি। শিলিগুড়িতেও আংশিক প্রভাব পড়েছে বনধের, তেমনই ছবি ধরা পড়ে।