কোথাও জল কোমর সমান কোথাও আবার হাঁটু সমান, টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাসন্তী

কোথাও জল কোমর সমান কোথাও আবার হাঁটু সমান। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাসন্তী। এক সপ্তাহ কেটে গেলেও কমেনি জল। জলমগ্ন হয়ে পড়েছে ঘর-বাড়ি থেকে চাষের জমি। জল জমে বিপুল ক্ষতি হয়েছে চাষের। এমনকি ভেসে গিয়েছে পুকুর, যার জেরে ক্ষতি হয়েছে মাছের। অনেক জায়গায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে সেখানকার মানুষদের। 

/ Updated: Aug 06 2021, 09:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোথাও জল কোমর সমান কোথাও আবার হাঁটু সমান। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাসন্তী। এক সপ্তাহ কেটে গেলেও কমেনি জল। জলমগ্ন হয়ে পড়েছে ঘর-বাড়ি থেকে চাষের জমি। জল জমে বিপুল ক্ষতি হয়েছে চাষের। এমনকি ভেসে গিয়েছে পুকুর, যার জেরে ক্ষতি হয়েছে মাছের। অনেক জায়গায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে সেখানকার মানুষদের।