করোনা বিধি মেনে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ
- অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান
- ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ
- ১০ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে বেলুড় মঠ
- মঠ খুলবে ৮.৩০ মিনিটে বন্ধ হবে ১১ টায়
- বিকেল খোলা থাকবে ৩.৩০ থেকে ৫.০০টা পর্যন্ত
- করোনা বিধি মেনেই খুলছে বেলুড় মঠ
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলতে চলছে বেলুড় মঠ। ১০ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ। সোমবার বিকেলে রামকৃষ্ণ মঠ ও মিশন এর সেক্রেটারি স্বামী শিবানন্দ জি মহারাজ এক সাংবাদিক সম্মেলন করে জানান, বেলুড় মঠ আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে। সকাল ৮ টে ৩০ মিনিট থেকে ১১ টা এবং বিকেল ৩ টে ৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে সাধারণ ভক্তদের জন্যে। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজ কে প্রণাম এখন আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী সময়ে বিচার-বিবেচনা করে সেগুলো ধিরে ধিরে চালু করা হবে। কোভিড বিধি মেনেই ভক্ত এবং সাধারণকে ঢুকতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আপাতত এই ভাবেই বেলুড় মঠ পুনরায় খোলা হচ্ছে। সময় মত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।