Belur Math closed: করোনার জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

করোনার জেরে কড়াকড়ি গোটা রাজ্যে। করোনার জেরে ফের তালা পড়ল বেলুড় মঠের দরজায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত মঠ কর্তৃপক্ষ-র। রবিবার রাতেই মঠের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়।

/ Updated: Jan 03 2022, 07:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নবান্নের নির্দেশিকা জারির পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ। রবিবার নবান্ন থেকে মুখ্যসচিব নতুন করে রাজ্যে কোভিড বিধি নিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত দর্শনীয় স্থানকে বন্ধ রাখার কথা ঘোষণা হয়। এরপরই সরকারি নির্দেশিকা অনুযায়ী বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ। রবিবার রাতে বেলুড় মঠের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি অনিবার্য কারণ দেখিয়েই বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মঠ কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়াতে একটি নির্দেশিকা প্রকাশ করে মঠ কর্তৃপক্ষ জানায় চলতি বছরের ১ জানুয়ারি ২০২২ (শনিবার) থেকে ৪ঠা জানুয়ারি ২০২২ (মঙ্গলবার) পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে। ফের ৫ই জানুয়ারি ২০২২ (বুধবার) থেকে পুনরায় মঠ খোলা হবে বলে জানানো হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে।