ভারত বনধ-এর জেরে ভোগান্তি, সাঁতরাগাছি ব্রিজের সামনে টায়ার জ্বেলে রাস্তা অবরোধ

ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার ভারত বনধ (Bharat Bandh)। বনধের প্রথম দিনেই প্রভাব পড়েছে বহু জায়গায়। ভারত বনধের জেরে দুর্ভোগ যাত্রীদের। হাওড়া স্টেশনে (Howrah station) দেখা গেল এমনই ছবি। হাওড়া স্টেশনে ট্যাক্সির (Taxi) সংখ্যা কম থাকায় ভোগান্তি।

/ Updated: Mar 28 2022, 11:37 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার ভারত বনধ (Bharat Bandh)। বনধের প্রথম দিনেই প্রভাব পড়েছে বহু জায়গায়। ভারত বনধের জেরে দুর্ভোগ যাত্রীদের। হাওড়া স্টেশনে (Howrah station) দেখা গেল এমনই ছবি। হাওড়া স্টেশনে ট্যাক্সির (Taxi) সংখ্যা কম থাকায় ভোগান্তি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরই মিলছে ট্যাক্সি। বনধের (Bharat Bandh) সমর্থনে মিছিল করতে দেখা যায় বামেদের। বর্ধমান কাটোয়া থেকে আগত আয়েশা সুলতানা বলেন, প্রায় আধঘন্টা ধরে তাঁরা লাইনে অপেক্ষা করছেন। প্রিপেড বুথে ট্যাক্সির সংখ্যা কম রয়েছে অন্যদিনের তুলনায়। তিনি যাবেন তারাতলা। তবে হাওড়ায় (Howrah) যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।  সূত্রের খবর, হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাল, দূরপাল্লার ও লোকাল ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে বলেই। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি (Santragachi) ব্রিজের সামনে রাস্তা অবরোধ। রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা।