রণক্ষেত্র ভাটপাড়া, বোমা-গুলির লড়াইয়ে দুই নিরীহের মৃত্যু, দেখুন ভিডিও

  • ফের উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়
  • এলাকা দখল নিয়ে তৃণমূল- বিজেপি লড়াই
  • সংঘর্ষের মাঝে পড়ে অন্তত দু' জনের মৃত্যু
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ

/ Updated: Jun 20 2019, 02:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কয়েকদিন একটু শান্ত থাকার পরে ফের উত্তপ্ত হল ভাটপাড়া। এলাকায় নতুন থানা উদ্বোধনের দিনেই তৃণমূল- বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করেই এ দিন দফায়, দফায় গুলি, বোমাবাজি শুরু হয় ভাটপাড়ায়। এমন কী, ভাটপাড়ার নতুন পুলিশ ফাঁড়ির সামনেই বোমাবাজি শুরু হয়। সংঘর্ষের মধ্যে পড়ে দুই নিরীহের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত যুবক রামবাবু সাউ এবং সন্তোষ সাউ নামে এক কিশোর কোনও সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে বাতিল হয়ে যায় থানা উদ্বোধনের অনুষ্ঠানও, মাঝপথ থেকে ফেরেন রাজ্য পুলিশের ডিজি।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু দুষ্কৃতী তাণ্ডবে পরিস্থিতি কার্যত লাগামছাড়া। কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্র ঘটনার দায় চাপিয়েছেন বিজেপি-র দিকে। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।