মুক্তিযোদ্ধাদের স্মরণে সীমান্তরক্ষী বাহিনীর সাইকেল ব়্যালি

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সীমান্তে সাইকেল ব়্যালি। মুক্তি যোদ্ধাদের স্মরণে সাইকেল ব়্যালির আয়োজন হয়। সীমান্তরক্ষী বাহিনীর এই সাইকেল ব়্যালির আয়োজন করে। শুক্রবার মুর্শিদাবাদের রৌশনবাগ থেকে শুরু হয় ব়্যালি।

/ Updated: Dec 18 2021, 12:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একদিকে প্রতিবেশী বাংলাদেশের মুক্তি যুদ্ধের সুবর্ণ জয়ন্তী পাশাপাশি দেশের ৭৫ তম স্বাধীনতার বছর  উপলক্ষ্যে ভারতের পক্ষ থেকে এক সাইকেল র‍্যালির আয়োজন করল সীমন্ত রক্ষী বাহিনী । শুক্রবার মহাসমারোহে ওই সাইকেল র‍্যালি মুর্শিদাবাদের বিএসএফের হেড কোয়াটার রৌশনবাগ থেকে রওনা দেয়, সেখান থেকে ঐ রেলি ফের ইন্দো বাংলা সীমন্তের  পেট্রাপোলের উদ্দেশ্যে ওই সাইকেল যাত্রা শুরু করবে বলে সীমন্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানান হয়।সাইকেল আরোহীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বাহিনীর ডি আই জি কর্ণিক সিং শাখায়াতের ।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত প্রত্যক্ষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল , একাধিক ভারতীয় সৈনি্কের আত্মবলিদানের ফলেই আজ থেকে ৫০ বছর আছে পাক অধিকৃত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে । ফলে বাংলাদেশের বিজয় দিবস ভারতের কাছে এক গৌরবময় অধ্যায় । একদিকে পড়শিদেশের স্বাধীনতা আদায় করতে গিয়ে ভারতীয় সৈনিকদের আত্মবলিদান কে সম্মান জানাতে অন্যদিকে প্রতিবেশি দুই দেশের মধ্যে মৈত্রী ও সৌভাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে বি এস এফের ফ্রন্টিয়ার হেড কোয়াটারের আয়োজনে শিলিগুড়ি দ্রোণাচার্য স্টেডিয়াম থেকে ওই সাইকেল যাত্রা শুরু হয় । গত রবিবার সীমন্ত ঘেঁষা সড়ক দিয়ে ৫ জন মহিলা ও ১৩ জন পুরুষ জওয়ান ওই যাত্রা শুরু করেন  ,ইতিমধ্যে ৩৮৪ কিমি পথ অতিক্রম করে এদিন তারা  রৌশনবাগ এসে  পৌঁছান ।আগামী রবিবার মোট ৫৫০ কিমি রাস্তা পেরিয়ে ওই সাইকেল যাত্রার সমাপ্তি ঘটবে ইন্দো বাংলা সীমন্তের পেট্রাপোলে গিয়ে । ওই সাইকেল যাত্রায় টিম লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন সন্তোষ কুমার তিনি বলেন ,“ যাত্রা পথে আমরা সাধারন মানুষের সঙ্গেও কথা বলেছি । এই সাইকেল যাত্রার উদ্দেশ্যে কি , সেই বিষয়ে সীমন্তের নাগরিকদের সচেতন করে তোলা হয়েছে । সীমন্তের বাসিন্দারাও আমাদের বিভিন্ন ভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ।”এই ব্যাপারে নিমতিতা এলাকার বাসিন্দা প্রবীন নাগরিক অমর সাহা , লালগোলার নিজামুদ্দিন শেখ বলেন ,“ বাঙলি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা লাভ আমাদের গর্ব । আজ বি এস এফের এই সাইকেল যাত্রা আমাদের ফের সেই দিন টিকে স্মরণ করিয়ে দিল ।”