ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূল-এর গোষ্ঠী সংঘর্ষ, চলল বোমা-গুলি
ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূল-এর গোষ্ঠী সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে চলল বোমা-গুলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাগি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ১ জনকে আটক করেছে পুলিশ।
পূর্ব বিষ্ণুপুর (Bishnupur) গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাগি এলাকায় গুলি ও মোবাবাজি।গুলি বিদ্ধ হয়ে আহতো এক,এলাকায় বোমের সুতলি ও স্পিংটারে পড়ে রয়েছে,পড়ে আছে গুলির খোল ।ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার পুলিশ,এলাকা থমথমে যেটি সূত্র মারফত জানা গেছে যে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা বৃষ্টি হয় সঙ্গে চলে ৮-৯ রাউন্ড গুলি। স্থানীয় মানুষজনের থেকে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা বীরেন মণ্ডলকে লক্ষ করে গুলি চালায় বেতাল মণ্ডল ও তার দলবল গুলি লক্ষ ভ্রষ্ট হওয়ার কারণে কোন ক্রমে প্রাণে বাঁচে বীরেন মণ্ডল । বীরেন মণ্ডল সঙ্গে থাকা ২, প্রতিবেশী প্রদীপ নস্কর ও প্রভাত গায়েন কে ধরে ফেলে দুষ্কৃতীরা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে ,প্রভাতকে বন্দুকের ডাঁপ দিয়ে মাথায় মারে এছাড়াও প্রাণ বাঁচিয়ে প্রদীপ নস্কর পালাতে গেলে তাকে লক্ষ করে গুলি চালায় বেতাল মণ্ডল ও তার দলবল গুলি গিয়ে লাগে প্রদীপ নস্করের বাম পায়ের উরুতে ।মুড়িমুরকির মতো বোমা বৃষ্টি ও গুলি চলে সঙ্গে চিংকার চেঁচামেচি ছুটে আসে স্থানীয় মানুষ জন চম্পট দেয় বেতাল মণ্ডল ও তার দলবল, খবর যায় বিষ্ণুপুর থানার পুলিশ ।স্থানীয় মানুষ ও বিষ্ণুপুর থানার পুলিশ গুলি বিদ্ধ প্রদীপ নস্কর কে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে যায়,প্রদীপের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিংসকেরা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করে। এলাকায় তাজা বোমা পড়ে রয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ এক জনকে আটক করেছে ।