তৃণমূল প্রার্থী 'কৃষ্ণকলি', কটাক্ষ করিমপুরের বিজেপি প্রার্থীর, দেখুন ভিডিও
- করিমপুরে বিধানসভা উপনির্বাচনের প্রচার শুরু বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের
- কৃষ্ণনগরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি
- সাংবাদিক সম্মেলনে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন বিজেপি প্রার্থী
- শুক্রবার করিমপুরে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি
বিধানসভা উপনির্বাচনের তাঁকে প্রাথী করেছে দল। সোমবার নদিয়ার করিমপুরে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। নাম ঘোষণার পর এদিনই প্রথম জেলায় পা রাখলেন তিনি। কৃষ্ণনগরে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিং-কে নিশানা করেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, উপনির্বাচনে করিমপুরে যাঁকে প্রার্থী করেছেন রাজ্যের শাসকদল, তিনি দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর থাকেন। এমনকী, গত লোকসভা ভোটের সময়েও কৃষ্ণনগরেই তৃণমূল প্রার্থী এজেন্ট ছিলেন বিমলেন্দু সিংহ। সেই সূত্রেই তৃণমূল শিক্ষক সংগঠনের নেতাদের কটাক্ষ করেন করিমপুর বিধানকেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী। উল্লেখ্য, করিমপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেশায় শিক্ষক। সোমবার তেহট্টে মহকুমাশাসকদের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন শাসকদলের প্রার্থী বিমলেন্দু সিংহ। গত বিধানসভা ভোটে করিমপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। কিন্তু গত লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের তাঁকে প্রার্থী করে রাজ্যের শাসকদল। সাংসদ নির্বাচিত হয়েছেন মহুয়া। ফলে উপনির্বাচন হচ্ছে করিমপুর।