মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ, অভিযুক্ত বিজেপি নেতা সায়ন্ত বসু, দেখুন ভিডিও
- মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ, অভিযুক্ত সায়ন্ত
- মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ বিজেপি নেতার
- পশ্চিম মেদিনীপুরে দলীয় অনুষ্ঠানে গিয়ে মন্তব্য
'গণ্ডারের চামড়া' বলেই পদ আঁকড়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ শানালেন বিজেপি বিজেপি নেতা সায়ন্তন বসু। এ দিন পশ্চিম মেদিনীপুরে গিয়ে একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'রাজ্যে প্রতিটি মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। রাজ্য জুড়ে চূ়ড়ান্ত অরাজকতা চলছে। আমার মনে হয় গণ্ডারের চামড়া না থাকলে এর পরে কেউ আর পদ আঁকড়ে বসে থাকতে পারেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে এমনিতেই পশ্চিমবঙ্গের সব সমস্যার সমাধান হয়ে যাবে।' রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে তৈরি হওয়া পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়েই এমন মন্তব্য করেন সায়ন্তনবাবু।
বসিরহাটে বিজেপি-র প্রার্থী হওয়ার পরেও একইভাবে বিতর্কে জড়িয়েছিলেন সায়ন্তবাবু। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট লুঠ করতে এলে বুকে গুলি করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিদান দিয়েছিলেন এই বিজেপি নেতা।