Chhath Puja 2021: ছট পুজোয় গঙ্গাবক্ষে ঘুরে গঙ্গা ঘাট পরিদর্শনে অর্জুন সিং

ছট পুজোয় (Chhath Puja) মেতেছে গোটা দেশের মানুষ। ছট পুজোয় মেতেছে বাংলার মানুষও। মঙ্গলবার থেকেই সর্বত্র দেখা যায় ছট পুজোর প্রস্তুতি। বুধবার গঙ্গার ঘাটে দেখা যায় মানুষের ভিড়। পুজো দিতে ঘাটে ঘাটে ভিড় জমান ব্রতীরা। বৃহস্পতিবার ভোররাত থেকেই জগদ্দল জেটিঘাটে দেখা গেল মানুষের ভিড়। ভোর রাতে গঙ্গা ঘাট পরিদর্শনে যান ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং। লঞ্চে করে একাধিক গঙ্গা ঘাট ঘুরে দেখেন অর্জুন সিং (Arjun Singh)। সাধারণ মানুষের কথা বলে সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। ঘাটে ঘুরে ছট ব্রতীদের জানান শুভেচ্ছা। প্রসঙ্গত, এবার কলকাতায় মোট ১৩২ ঘাট প্রস্তুত রাখা হয়েছিল ছট পুজোর কথা মাথায় রেখেই। এমনকি বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাধারও তৈরি করা হয়েছে ছট পুজোর জন্য। তবে এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। দূষণের কথা ভেবেই এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর।

/ Updated: Nov 11 2021, 11:47 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ছট পুজোয় (Chhath Puja) মেতেছে গোটা দেশের মানুষ। ছট পুজোয় মেতেছে বাংলার মানুষও। মঙ্গলবার থেকেই সর্বত্র দেখা যায় ছট পুজোর প্রস্তুতি। বুধবার গঙ্গার ঘাটে দেখা যায় মানুষের ভিড়। পুজো দিতে ঘাটে ঘাটে ভিড় জমান ব্রতীরা। বৃহস্পতিবার ভোররাত থেকেই ছট পুজোর জন্য জগদ্দল জেটিঘাটে দেখা গেল মানুষের ভিড়। ভোর রাতে গঙ্গা ঘাট পরিদর্শনে যান ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং। লঞ্চে করে একাধিক গঙ্গা ঘাট ঘুরে দেখেন অর্জুন সিং (Arjun Singh)। সাধারণ মানুষের কথা বলে সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। ঘাটে ঘুরে ছট ব্রতীদের জানান শুভেচ্ছা। প্রসঙ্গত, এবার কলকাতায় মোট ১৩২ ঘাট প্রস্তুত রাখা হয়েছিল ছট পুজোর কথা মাথায় রেখেই। এমনকি বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাধারও তৈরি করা হয়েছে ছট পুজোর জন্য। তবে এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। দূষণের কথা ভেবেই এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর।