বাঁকুড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল, আগুন ধরানো হল বিজেপি দফতরে, দেখুন ভিডিও
- বাঁকুড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল
- নাগরিকত্ব আইনের প্রতিবাদ তৃণমূলের
- মিছিল থেকে বিজেপি দফতরে হামলার অভিযোগ
এনআরসি এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আর সেই মিছিল থেকেই বিজেপি-র কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এ দিন সকালে বাঁকুড়ার জয়পুরে একটি প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল চলাকালীনই রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, ওই মিছিল থেকেই রাস্তার ধারে বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে তাতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।
জঙ্গলমহলের সিমলাপালেও একই ইস্যু নিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। বাঁকুড়ার দুর্লভপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। শালতোড়াতেও এনআরসি এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করে তৃণমূল কংগ্রেস।