বেঙ্গল সাফারি পার্কে খোশ মেজাজে ভলুক

  • লকডাউনে সুনশান শিলিগুড়ি শহর
  • পর্যটকদের দেখা নেই বেঙ্গল সাফারি পার্কে
  • নিরিবিল পরিবেশ দিন কাটছে বন্যপ্রাণীদের
  • খাঁচার ভিতর বরফ নিয়ে খেলায় মাতল ভলুক
     

/ Updated: Aug 07 2020, 04:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লকডাউনের জেরে শুনসান শিলিগুড়ি শহর। এখনও বন্ধ বেঙ্গল সাফারি পার্ক। কবে ফের পর্যটকদের দেখা মিলবে? সাফারি পার্কে নিরিবিল পরিবেশে দিব্যি দিন কাটাচ্ছে বাঘ, সিংহ, হরিণ, গন্ডারা। তবে কিছুটা হলেও বন্যপশুদের সমস্যায় ফেলেছে তীব্র গরম।  হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এনক্নোজারে এক টুকরো বরফ রেখে দিয়েছেন সাফারি পার্কের কর্মীরা। আর তাতেই বেজায় খুশি ভলুক। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত বরফ নিয়ে খেলা চলছে খাঁচার ভিতরে।