বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক মহল, ফের দিলীপ ঘোষের পাল্টা জবাব দিলেন ববি হাকিম
- আর কিছু মাসের অপেক্ষা, তারপরেই বিধানসভা ভোট
- ভোটের আগে এখন চলছে রাজনৈতিক তরজা
- একদিকে রাজনৈতিক বিষয় নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষের
- অন্যদিকে পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম
সামনেই বিধানসভা ভোট আর তার আগে রাজনৈতিক তরজা এখন চরমে। এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল রাজভবনে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এই নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক বিষয় নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষের। অন্যদিকে পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বা ভোট কিভাবে হবে তা সম্পূর্ণভাবে ঠিক করবে নির্বাচন কমিশন। পুলিশ কত মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে, কি পারবে না তা সম্পূর্ণভাবে নির্ধারণ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি তিনি জানিয়েছেন সমস্ত পুরসভায় পুরভোটের কাজ হচ্ছে। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে পুরভোটের আগে মানুষের সুস্থতার বিষয়টা। বিজেপি তা কখনোই করে না। তারা মানুষের আগে রাজনীতির কথা ভাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার সবসময় মানুষের কথা ভাবে বলে আগে করোনার সময় মানুষের স্বার্থের কথা চিন্তা করছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।