বিদ্যাধরী নদীর জলোচ্ছ্বাসে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে জলোচ্ছ্বাসের কবলে পড়ে মৎস্যজীবী দল, নদী সাতরে দুই মৎস্যজীবী প্রাণে বাঁচলেও  এক মৎস্যজীবী নিখোঁজ ছিল , আজ সকালবেলায় হাড়োয়ায় ওই নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয় 

/ Updated: Oct 14 2022, 08:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে জলোচ্ছ্বাসের কবলে পড়ে মৎস্যজীবী দল | নদী সাতরে দুই মৎস্যজীবী প্রাণে বাঁচলেও  এক মৎস্যজীবী নিখোঁজ ছিল | চব্বিশ ঘন্টা কেটে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না | আজ সকালবেলায় হাড়োয়ায় শহরের পাশ দিয়ে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা |  মৃতদেহ উদ্ধার করলে তা নিখোঁজ পরিবারের লোক শনাক্ত করে | এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে