Asianet News Bangla

দেবীর ৫ কিলোর সোনার খড়গে নজর, শুরু বোল্লা কালী মেলা

Nov 14, 2019, 7:08 PM IST

শুক্রবার থেকে শুরু হচ্ছে সম্প্রীতির মিলন উৎসব বোল্লা মেলা। গাজল-হিলি ৫১২নং জাতীয় সড়ক থেকে দুই কিলোমিটার দূরে বোল্লা এলাকায় অনুষ্ঠিত এই মেলা উত্তরপূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবেই পরিচিত। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার রাতে কালীপূজাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হয়। শুক্রবার থেকে শুরু এই মেলা শেষ হবে সোমবার রাতে। মায়ের পূজায় সারা বছর শুক্রবার অন্ন ভোগ হলেও মূল পূজার দিন মিষ্টি ফল ভোগে পূজা হয় । ৫১২ নং জাতীয় সড়কের বোল্লা বাস স্ট্যান্ড থেকে প্রায় ২ কিলোমিটার খানেক দূরত্বে অবস্থিত মন্দির। মন্দিরের রক্ষাকালীর পুজোকে কেন্দ্র করে চারদিন ব্যাপী চলে বিরাট মেলা। মেলায় সকল ধর্মের মানুষরাই অংশ নেন। 
 

Video Top Stories