কয়েক যুগের প্রতীক্ষার অবসান, পঞ্চায়েত ভোটের আগেই কাটাকালি সেতু পাবে সীমান্তের মানুষ
কয়েক যুগের প্রতীক্ষার অবসান,পঞ্চায়েত ভোটের আগেই বাদুড়িয়া ইছামতি নদীর উপর কাটাকালি সেতু পাবে সীমান্তের মানুষ
খুব তাড়াতাড়ি ইছামতি নদীর উপরে কাটাকালি ও লক্ষীনাথপুর সেতুর শুভ উদ্বোধন হবে | জানালেন বসিরহাট ২ নম্বর ব্লকের কার্যকারী সভাপতি সৌমেন মন্ডল | বাদুড়িয়া পৌরসভার প্রাক্তন তথা প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহের স্বরন সভা এদিন | সেখানে কাটাকালি সেতুর কথা ঘোযনা করে এদিন | তিনি জানান জমি জট সম্পূর্ণ হয়ে ক্ষতিপূরণ দেয়ার কাজ শেষ হয়েছে | এই সেতু হওয়ায় কলকাতার সঙ্গে দূরত্বটা অনেকটাই কমবে | বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক আরো সুদৃঢ় হবে | ২০০৫ সালে বামফ্রন্টের আমলের সেতুর শিলারন্যাস হলেও, কাজ মুখ থুবড়ে পড়েছিল | আজ এতদিন পরে ইছামতি নদীর উপর কংক্রিটের সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার পথে | এর পাশাপাশি এদিন স্কুল ব্যাগ ও বিতরণও করা হয় |