সুন্দরবনের জল সীমান্তে নিরাপত্তা মজবুত করতে আরও ৩টি নতুন ভাসমান বর্ডার আউটপোস্ট পেল বিএসএফ

সুন্দরবনের জল সীমান্তে নিরাপত্তা মজবুত করতে বিশেষ উদ্যোগ। তিনটি নতুন ভাসমান বর্ডার আউটপোস্ট পেতে চলেছে বিএসএফ। অবৈধ পাচার এবং চোরা চালান রুখতেই এই বিশেষ উদ্যোগ।

/ Updated: May 05 2022, 06:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সুন্দরবনের জল সীমান্তে নিরাপত্তা মজবুত করতে বিশেষ উদ্যোগ। তিনটি নতুন ভাসমান বর্ডার আউটপোস্ট পেতে চলেছে বিএসএফ। অবৈধ পাচার এবং চোরা চালান রুখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে যতগুলি আউটপোস্ট রয়েছে সেগুলি সব স্থলে রয়েছে বলেই জানা গিয়েছে। জল পথে নিরাপত্তা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে ৩টি অত্যাধুনিক জাহাজ পায় নিরাপত্তারক্ষীরা। এই জাহাজ গুলি ৪৬ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া। চারটি পেট্রোলিং বা স্পিড বোট বহনে সক্ষম এই জাহাজগুলি। এবার তিনটি আউটপোস্ট পেতে চলেছে নিরাপত্তারক্ষীরা। সুন্দরবনের জল সীমান্তে নিরাপত্তা মজবুত করতে ৩টি নতুন ভাসমান বর্ডার আউটপোস্ট পেতে চলেছে বিএসএফ। এই মুহূর্তে সারাদেশে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাছে মোট ভাসমান বর্ডার আউট পোষ্টের সংখ্যা রয়েছে ৯টি। এই তিনটি জাহাজ যোগ হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে বারোয়।