নিয়ম ভেঙে মোষের লড়াই, ঝুঁকির খেলায় পুরুলিয়ায় আহত দুই, দেখুন ভিডিও

  • পুরুলিয়ায় নিয়ম ভেঙে মোষের লড়াইয়ের আয়োজন
  • মোষের লড়াই দেখতে গিয়ে জখম দুই
     
/ Updated: Nov 10 2019, 07:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মোষের লড়াই দেখতে গিয়ে জখম হলেন দু'জন। এঁদের মধ্যে একজন বৃদ্ধ রয়েছেন। রবিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া মফঃস্বল থানার অন্তর্গত গোলকুন্ডা এলাকার হীরেরঘুটু ময়দানে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে গেল কাড়া(মহিষের) লড়াই। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও নিছক মজা আর বিনোদনের জন্য মোষের লড়াই দেখতে ভিড় জমালেন কয়েকশো মানুষ। ছুটির দিনে উদাসীন হয়ে থাকল পুরুলিয়া জেলা প্রশাসনও। পশুপ্রেমীদের আপত্তি অগ্রাহ্য করেই দিব্যি চলল মোষের লড়াই। 

কোনওরকম ঘেরাটোপ ছাড়াই সারাদিন ধরে চলল মোষের লড়াই। লড়াইয়ের মাঝে হিংস্র মোষের আক্রমণে আহত হন গোলকুন্ডা এলাকারই এক বৃদ্ধ- সহ দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে অমানবিক এই খেলার আয়োজন হয়ে চলেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।