নরেন্দ্রপুরে মহিলার রহস্যমৃত্যু, উদ্ধার অগ্নিদগ্ধ দেহ

রহস্যজনকভাবে মহিলার মৃত্যু। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নরেন্দ্রপুরের গাজীপাড়ায়। মৃত মহিলার নাম গৌরী সাহা। শনিবার সকালে বাড়ি থেকে আগুন বেরতে দেখে স্থানীয়রা। তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ।
 

/ Updated: Mar 26 2022, 02:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে। অগ্নিদগ্ধ (Fire incident) হয়ে মৃত্যু হয়েছে ৫০ বছরের এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নরেন্দ্রপুরের (Narendrapur) গাজীপাড়া এলাকায়। মৃত মহিলার নাম গৌরী সাহা। শনিবার সকালে ওই মহিলার বাড়ি থেকে আগুন বেরতে দেখেন এলাকার বাসিন্দারা। তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur police station)। পুলিশ এসে দেহ উদ্ধার করে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সুত্রে জানা গিয়েছে প্যারালিসিস ছিলেন বৃদ্ধা। তার হাঁটা ও চলার ক্ষমতা ছিল না। শেষ পাওয়া খবর অনুযায়ী, মর্টিংয়ের আগুন থেকেই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু হয় মহিলার। তবে সম্পূর্ণ বিষয় ভালো করে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।