Khardah by-Election 2021- কোভিড বিধি মেনে খড়দহ কেন্দ্রে ভোট দিলেন নন্দিতা সিনহা

রাজ্যে ৪ বিধানসভা আসনে উপনির্বাচন (by-Election)। গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায় উপনির্বাচন। কোভিড বিধি (Coronavirus) মেনে ভোট চলছে সবখানে। একসঙ্গে বুথে ৪ জনের বেশি ভোটদাতা নয়। এমন বিধি জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু বুথের মধ্যে অতিরিক্ত ভিড়ের অভিযোগ। ভোটকেন্দ্রে রাখা হয়েছে থার্মাল গান, স্যানিটাইজার। বুথের মধ্যে মাস্ক পরে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পরে আসবেন না তাদের মাস্ক দেওয়া হচ্ছে। ভোটকর্মীদের ফেস শিল্ডও দেওয়া হয়েছে। খড়দহ কেন্দ্রে ভোট  দিয়েছেন নন্দিতা সিনহা (Nandita Sinha)। তৃণমূলের প্রয়াত বিধায়ক কাজল সিনহার (Kajal Sinha) স্ত্রী নন্দিতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ জয়ী হয়েছিলেন কাজল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছিলেন। খড়দহ বিধানসভা (Khardah) ক্ষেত্র থেকেই জয়ী প্রার্থী ছিলেন কাজল। খড়দহে বুথ পরিদর্শন বিজেপি প্রার্থী জয় সাহা। আধা সেনা এবং কর্মীদের সঙ্গে নিয়ে বুথ পরিদর্শন তাঁর। 

/ Updated: Oct 30 2021, 12:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে ৪ বিধানসভা আসনে উপনির্বাচন (by-Election)। গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায় উপনির্বাচন। কোভিড বিধি (Coronavirus) মেনে ভোট চলছে সবখানে। একসঙ্গে বুথে ৪ জনের বেশি ভোটদাতা নয়। এমন বিধি জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু বুথের মধ্যে অতিরিক্ত ভিড়ের অভিযোগ। ভোটকেন্দ্রে রাখা হয়েছে থার্মাল গান, স্যানিটাইজার। বুথের মধ্যে মাস্ক পরে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পরে আসবেন না তাদের মাস্ক দেওয়া হচ্ছে। ভোটকর্মীদের ফেস শিল্ডও দেওয়া হয়েছে। খড়দহ কেন্দ্রে ভোট  দিয়েছেন নন্দিতা সিনহা (Nandita Sinha)। তৃণমূলের প্রয়াত বিধায়ক কাজল সিনহার (Kajal Sinha) স্ত্রী নন্দিতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ জয়ী হয়েছিলেন কাজল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছিলেন। খড়দহ বিধানসভা (Khardah) ক্ষেত্র থেকেই জয়ী প্রার্থী ছিলেন কাজল। খড়দহে বুথ পরিদর্শন বিজেপি প্রার্থী জয় সাহা। আধা সেনা এবং কর্মীদের সঙ্গে নিয়ে বুথ পরিদর্শন তাঁর।