ক্যাব -এর প্রতিবাদে অগ্নিগর্ভ বেলডাঙা, পুড়ল দমকলের গাড়ি

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে শুক্রবারের পর শনিবারও দিনভর রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙার স্টেশন ও বাজার চত্বর। এদিন উত্তেজিত জনতার  ক্যাব বিলের প্রতিবাদে বেলডাঙ্গায় কার্যত খণ্ড যুদ্ধের আকার ধারণ করে এলাকা । বিক্ষোভকারীরা স্থানীয় রেলওয়ে স্টেশনের সর্বত্র আগুন জ্বালিয়ে দেয়। সেইসঙ্গে আগুন নেভাতে আসার দমকলের গাড়িতেকেও ছাড়া হয়নি। 

/ Updated: Dec 14 2019, 08:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে শুক্রবারের পর শনিবারও দিনভর রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙার স্টেশন ও বাজার চত্বর। এদিন উত্তেজিত জনতার  ক্যাব বিলের প্রতিবাদে বেলডাঙ্গায় কার্যত খণ্ড যুদ্ধের আকার ধারণ করে এলাকা । বিক্ষোভকারীরা স্থানীয় রেলওয়ে স্টেশনের সর্বত্র আগুন জ্বালিয়ে দেয়। সেইসঙ্গে আগুন নেভাতে আসার দমকলের গাড়িতেকেও ছাড়া হয়নি। দমকলের গাড়িতেও আগুন জ্বালায় বিক্ষোভকারীরা। এর ফলে লালগোলা-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি  বন্ধ করে দেওয়া হয়। বেলডাঙ্গা থানার আশেপাশে নির্বিচারে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় বেলডাঙ্গার রাস্তায় । এই ঘটনায় পুলিশকর্মী সহ বেশ কয়েকজন যখম হন । নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদ করে জেলার প্রায় সব কটি থানাতেই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।