আজ সিবিআই তল্লাশি চালায় বিধায়ক মলয় ঘটকের বাড়ি, এর পর সাংবাদিক সম্মেলনে মলয় ঘটক
কয়লা পাচার মামলায় আজ সিবিআই তল্লাশি চালায় বিধায়ক মলয় ঘটকের একাধিক বাড়ি, এরপর আজই সাংবাদিক সম্মেলনে মলয় ঘটক দুষলেন বিজেপিকে
আজ সিবিআই তল্লাশি চালায় বিধায়ক মলয় ঘটকের বাড়ি | এর পর সাংবাদিক সম্মেলনে বসে প্রশ্নের উত্তর দেন তিনি | তিনি জানান মোট তিনটি জায়গায় সকাল ৮টা থেকে সিবিআই তল্লাশি চালায় | 'বাড়িতে যত কাগজ পত্র ফাইল সব ঘেঁটে দেখে সিবিআই'- মলয় | 'ভোটের কারনে চিঠি দেওয়ার সত্ত্বেও আমি সিবিআই দপ্তরে যেতে পারিনি '-মলয় | এছাড়াও তিনি জানান তিনি সিবিআই কে সমস্ত রকম সাহায্য করতে রাজি | 'বিজেপি কর্মী ছাড়া আসানসোলের একটা লোক যদি বলে আমি কয়লা পাচারে যুক্ত, আমি রাজনীতি ছেড়ে দেব'- মলয়