বেলুড় মঠ-এ রামকৃষ্ণ দেবের ১৮৭ তম জন্মতিথি পালন

৪ মার্চ ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। বেলুড় মঠ-এ রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন হচ্ছে। ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেদপাঠ এবং স্তব গান গাওয়া হয়। রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো ও হোম সম্পন্নও হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। সারাদিন রয়েছে আরও নানান অনুষ্ঠান।

/ Updated: Mar 04 2022, 12:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৪ মার্চ বেলুড় মঠে পালন হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। এই বছর ১৮৭ তম বর্ষের জন্মতিথি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। কয়েকদিন পূর্বেই বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল জন্ম তিথি উৎসব পালনের তথ্য সূচি। শুক্রবার বেলুড় মঠে ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব শুরু হয়। এরপর বেদপাঠ, স্তব গান গাওয়া হয়। এরপরে শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয়। পরে ভক্তিগীত পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ করা হয় বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হয় নাট মন্দিরেই। এরপর বিকাল ৩:৩০ মিনিট থেকে মঠের প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ধর্মসভা। এই ধর্মসভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী পাঠ করবেন মঠের সন্ন্যাসীরা। ধর্মসভা সমাপ্তির পর অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি শ্রীরামকৃষ্ণ মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের সমগ্র অনুষ্ঠানটি বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হচ্ছে। সকাল থেকেই সেখানে দর্শনার্থীদের দেখা যাচ্ছে সেখানে। সেখানে শুকনো প্রসাদ দেওয়া হবে বলেই বেলুড় মঠ সূত্রে খবর।