চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযোগ দায়ের বনগাঁ থানায়

  • বনগাঁয় প্রতারণার শিকার কল্যাণীর যুবক
  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা 
  • ঘটনার অভিযোগ দায়ের বনগাঁ থানায়
/ Updated: Nov 12 2020, 05:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কাজ পাইয়ে দেবার নামে বনগাঁতে ডেকে এনে প্রতারণা। বুধবার রাতে এমনই অভিযোগ দায়ের হল বনগাঁ থানায়। কল্যানীর এক যুবক কৌশিক হালদার কলকাকাতার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময় আলাপ হয় মিশর ওরফে আলীর সঙ্গে৷ সে তাঁকে ১৬ হাজার টাকা মাইনের ফটোশুটের কাজ পাইয়ে দেবার কথা বলে। আর সেই কারণেই বুধবার বনগাঁ এসে দেখা করার কথাও বলে সে। সেই মতই বুধবার কৌশিক বাবু তাঁর একজন বন্ধুকে নিয়ে বনগাঁতে আসে দেখা করতে। সেখানে মিশর ওরফে আলী তাঁর কাছে ৫ হাজার টাকা চায় ও সেই সঙ্গেই তাঁর মোবাইল ফোনটাও চায়। কৌশিক বাবুও তাঁর কথায় ৫ হাজার টাকা ও তাঁর মোবাইল ফোন দিয়ে দেয়। এর পর দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও ফিরে আসেনি অভিযুক্ত আলী। তাঁকে ফোন করা হলেও মেলেনি তাঁর ফোন। পরে কৌশিক বাবু আলীর নামে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে।