আকাশপথে বুলবুলে বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর, দেখে বললেন অপূরণীয় ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতি করেছে সুন্দরবন ও সংলগ্ন এলাকার। ৮০ শতাংশ ফসলই নষ্ট হয়ে গিয়েছে বসিরহাট ও সন্দেশখালি এলাকার। ভেঙেছো তিন হাজারেরও বেশি কাঁচাবাড়ি, গিয়েছে প্রাণ। বুধবার আকাশপে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ অঞ্চল আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

/ Updated: Nov 13 2019, 03:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতি করেছে সুন্দরবন ও সংলগ্ন এলাকার। ৮০ শতাংশ ফসলই নষ্ট হয়ে গিয়েছে বসিরহাট ও সন্দেশখালি এলাকার। ভেঙেছো তিন হাজারেরও বেশি কাঁচাবাড়ি, গিয়েছে প্রাণ। বুধবার আকাশপে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ অঞ্চল আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। ঘূর্ণিঝড় ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। ক্ষতি হয়েছে ১৫ লক্ষ হেক্টর জমির ফসলের। পরিস্থিতি দেখে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বুলবুল পরবর্তী সময়ে এই অঞ্চলে জলবাহিত কলেরা, ডায়রিয়া রোগের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দফতরের দল গ্রামে গ্রামে ঘুরছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ খুব তাড়াতাড়ি ফেরান হবে বলে এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।