'বিয়ে হলে বউটা অন্তত থেকে যায়', কী নিয়ে আক্ষেপ চিরঞ্জিতের, দেখুন ভিডিও

  • 'বিয়ে হলে বউটা অন্তত থেকে যায়', কী নিয়ে আক্ষেপ চিরঞ্জিতের, দেখুন ভিডিও
  • কালীপুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন চিরঞ্জিৎ
     

/ Updated: Oct 27 2019, 01:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না! বাংলা ছবিতে তাঁর মুখে এই সংলাপ এখনও আমজনতার মুখে মুখে  ঘোরে। এ হেন চিরঞ্জিৎ চট্টোপাধ্য়ায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের বউয়ের উপমা টেনে ফেললেন। তবে এর সঙ্গে অবশ্য সিনেমার কোনও যোগ নেই। শনিবার কালীপুজোর উদ্বোধনে বারাসতে গিয়েছিলেন সেখানকার বিধায়ক চিরঞ্জিৎ। উদ্বোধন করার পরই অভিনেতা জানান, প্রচুর পরিশ্রম করে যে অসাধারণ মণ্ডপগুলি তৈরি করা হয়, মাত্র কয়েকদিন পরেই সেগুলি খুলে ফেলে নষ্ট করে দেওয়ার সময় তাঁর খুবই খারাপ লাগে। কোনওভাবে মণ্ডপগুলি সংরক্ষণ করা যায় কি না, তাও তিনি ভেবে দেখেছেন বলে দাবি করেন বিধায়ক- অভিনেতা। 

চিরঞ্জিৎ বলেন, 'আমার খালি দুঃখ হয়, এই মণ্ডপগুলি রাখার কোনও ব্যবস্থা নেই। এত খেটে, এত সুন্দর একটা জিনিস মাত্র কয়েকটা দিনের জন্য তৈরি করা হয়।  বিয়ে হলে যেমন বউটা অন্তত থেকে যায়, সেদিন হয়তো খুব সাজে, কিন্তু বউটা তো থেকে যাবে। সে শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু থেকে যায়। এখানে তো কেউ থাকে না। প্রতিমা ভাসান হয়ে যায়, বাকি সব জিনিসও খুলে ফেলা হয!'