বাগুইহাটি কাণ্ডে বসিরহাটের হাড়োয়া ও ন্যাজাটে সিআইডি ফরেনসিক দল, সংগ্রহ করলেন নমুনা
বাগুইহাটি কাণ্ডে তৎপর সিআইডি , সিআইডি ফরেনসিক দল বসিরহাটের হাড়োয়া ও ন্যাজাটে ঘটনাস্থলে যান, সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করলেন |
বাগুইহাটি কাণ্ডে নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসন | বাগুইহাটি থানার আইসি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে | এর সাথে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে | সিআইডি তদন্তভার পেয়ে তৎপর হয়েছে | আজ বসিরহাটের হাড়োয়া ও ন্যাজাটে ঘটনাস্থলে যান | সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করলেন | সেই এলাকা চারিদিকে দড়ি দিয়ে মার্কিং করে দেওয়া সবটাই করলেন পাশাপাশি নিজের ক্যামেরা ছবি তুলে নিলেন |