সোনামুখীতে তৃণমূল-নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতি

সোনামুখীতে তৃণমূল-নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতি। এই ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। সোমবার রাতে এই ঘটনায় আহত উভয় পক্ষের চারজন। প্রথমে তৃণমূল কর্মীরা নির্দল প্রার্থীদের মারধর করে বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি তাদের প্রথমে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ।
 

/ Updated: Feb 22 2022, 01:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোনামুখী পৌরসভার এগার নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে  কেন্দ্র করে সোমবার রাতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়েছে বলে দাবি উভয়ে পক্ষের। এগার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সঞ্জয় চ্যাটার্জ্জীর ইলেকশন এজেন্ট দেবনাথ ঘরকে প্রথমে তৃণমূল কর্মীরা মারধর করে বলে তাদের দাবি এবং পরে তৃণমূল কর্মীদের নির্দল কর্মীরা মারধর করে বলে পাল্টা দাবি করে তৃণমূল। অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে ওঠে এগার নম্বর ওয়ার্ড। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্দল প্রার্থী সঞ্জয় চ্যাটার্জ্জী জানান , দেবনাথ ঘর নামে তার ইলেকশন এজেন্ট কে রাস্তায় একা পেয়ে  তৃণমূল কর্মীরা মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল এর দাবি, তৃনমূলকে নির্দল ভয় পেয়ে গেছে তাই তৃনমূল কর্মীদের উপর আক্রমন করে সন্ত্রাস সৃষ্টি করে ভোট করতে চাইছে।