উপকূল রক্ষী বাহিনী তৈরি ঘূর্ণিঝড় মোকাবিলায়, হলদিয়াতে জোরদার মহড়া

কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় উপকূলরক্ষী বাহিনী। তৈরি রখছে নিজেদের। হলদিয়াতে একটি মহড়ায় অংশগ্রহণ করে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা। 

/ Updated: May 09 2022, 07:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি।  কারণ আবহাওয়া দফতর জানিয়েছেন ১০ মে অর্থাৎ সোমবার এটি ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। তবে আর আগে ঘূর্ণিঝড় পৌঁছে যাবে অন্ধ্রউপকূলের কাছে। একাধিকবার গতি বদলে অশনি নাজেহাল করে দিচ্ছে আবহাওয়াবীদদে। সোমবার ভারতের আবহাওয়া দফতরের প্রবীণ বিজ্ঞনী আর কে জেনামনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম ও পুরী থেকে প্রায় ৪৫০ ও ৫০০ কিলোমিটার দূরে রয়েছে। তবে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় উপকূলরক্ষী বাহিনী। তৈরি রখছে নিজেদের। হলদিয়াতে একটি মহড়ায় অংশগ্রহণ করে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা। হলদিয়ায় তৈরি থাকছে ৪ টি হোভারক্রাফ্ট, ২টি উদ্ধারকারী জাহাজ । ২টি এয়ারক্রাফ্ট কলকাতায় প্রস্তুত রাখা হয়েছে। যেকোনও প্রয়োজনে উদ্ধারকারী দল হিসেবে তারা কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন এক কর্মকর্তা।