কালী পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কা, বৃষ্টিতে বিপর্যস্ত মালদহ, দেখুন ভিডিও
- বৃষ্টির জেরে জলমগ্ন মালদহ শহর
- থমকে গিয়েছে কালী পুজোর আয়োজন
একটানা বৃষ্টির জেরে মালদহে ভেস্তে যেতে বসেছে কালীপুজোর আয়োজন। টানা বৃষ্টিতে মালদহ শহরের বিভিন্ন রাস্তাই জলমগ্ন হয়ে পড়েছে। থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ। টানা দু' দিনের বৃষ্টিতে বিপর্যস্ত গোটা মালদহ। শহরের প্রায় সর্বত্রই জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে অসময়ের বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীদের। কোথাও প্যান্ডেল অসম্পূর্ণ অবস্থায় কাজ থমকে গিয়েছে, কোথাও আবার প্যান্ডেল শেষ হয়ে এলেও সময়ে প্রতিমার কাজ শেষ হবে কি না, তা নিয়েই প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুর্গা পুজোর সময়ও অনেকটা একই ছবি দেখা গিয়েছিল মালদহ জুড়ে। এবার কালীপুজোতেও তারই পুনরাবৃত্তি।
মালদহ শহরের প্রায় প্রতিটি ওর্যাডেই রাস্তায় জল জমতে শুরু করেছে।বৃষ্টির জেরে বারবার শহর জলমগ্ন হয়ে পড়ায় পুরসভাকেই দায়ী করছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার না করায় এমন দূর্ভোগে পড়তে হচ্ছে তাঁদেরকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার এই টানা বৃষ্টি চলবে। ফলে দুর্ভোগ বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির জন্য কালীপুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা মালদহ জুড়ে।