'আমার কিছু চাওয়ার নেই দিদি', মমতাকে কী অভিযোগ সব্যসাচীর, দেখুন ভিডিও
- মমতার প্রশাসনিক বৈঠকে হাজির সব্যসাচী দত্ত
- প্রশ্নও করলেন রাজারহাট- নিউটাউনের বিধায়ক
- জলাজমি ভরাট নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীকে
- মমতার অস্বস্তি বাড়াতেই কি অভিযোগ, উঠছে প্রশ্ন
সব্যসাচী দত্তকে নিয়ে তৃণমূলের অস্বস্তি যেন কাটার নয়। দিন কয়েক আগে মেয়র পদে ইস্তফা দিয়ে প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। যখন সবাই ধরে নিয়েছিলেন যে সব্যসাচীর সঙ্গে তৃণমূলের সম্পর্কে ইতি পড়েছে, তখনই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গিয়ে চমকে দিলেন সব্যসাচী দত্ত। শুধু বৈঠকে হাজির হওয়াই নয়, প্রশাসনিক বৈঠকেও অস্বস্তিকর প্রশ্ন করে দল এবং মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা বাড়ালেন তিনি।
এ দিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে উঠে সব্যসাচী বলেন, 'দিদি, আমার চাওয়ার কিছু নেই। শুধু দুটো জিনিস বলার। একটা সমস্যা হচ্ছে, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় থাকে না। আর আমাদের জেলায় পুকুর এবং জলাশয় ভরাট করাটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আমার বিধানসভার পাশাপাশি রাজারহাটেও এই সমস্যা আছে। এর আগে যিনি জেলাশাসক, ছিলেন তাঁকেও চিঠি দিয়ে আমরা বিষয়টা জানিয়েছিলাম। মৎস্য দফতর যে জমিকে জলাজমি বলছে, সেটাকেই ভূমি দফতর বাস্তু জমি বলছে।' সব্যসাচীর মুখে এই অভিযোগ শুনেই মুখ্যমন্ত্রী বলেন, 'এগুলো রেকর্ড দেখে চটপট সিদ্ধান্ত নিতে হয়। জলাজমি একদম যেন ভরাট না হয়। বিশেষত পুকুরগুলো যেন ভরাট না হয়।' প্রসঙ্গত মেয়র হিসেবে পদত্যাগ করার আগে এই জলাজমি ভরাট নিয়েই সরব হন সব্যসাচী। তখন তিনি অভিযোগ করেছিলেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরেও অভিযোগ জানিয়ে কাজ হয়নি। এ দিন বৈঠক শেষে সব্যসাচী বলেন, 'মুখ্যমন্ত্রী যেই হোন না কেন, যতদিন জনপ্রতিনিধি আছি, প্রশাসনি বৈঠকে আসাটা আমার নৈতিক কর্তব্য।'