সেফ হোমে 'চরম অব্যবস্থা', প্রতিবাদে পথ অবরোধ করোনা আক্রান্তদের

  • সেফ হোমে 'অব্যবস্থা'য় ক্ষুদ্ধ করোনা আক্রান্তেরা
  • রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ
  • দেখা মিলল না প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের
  • শোরগোল পড়ে দিয়েছে উত্তর দিনাজপুরে
     

/ Updated: Jul 27 2020, 07:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোয়ারেন্টাইন সেন্টার নয়, সেফ হোমের 'অব্যবস্থা'র প্রতিবাদে এবার রাস্তায় নামলেন করোনা আক্রান্তেরা। জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায়।

উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্য়া আটশো। তবে চিকিৎসায় সাফল্যের হারও যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত সেরে উঠেছেন পাঁচশো বারোজন। কিন্তু ঘটনা হল, সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা সীমিত। ফলে সকলকেই যে হাসপাতালে ভর্তি হবেন, সে উপায় নেই। তাহলে? যাঁদের শারীরিক অবস্থা ততটা গুরুতর নয় কিংবা সামান্য উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজন রোগীকে সেফ হোমে রাখার ব্যবস্থা করেছে সরকার।

রায়গঞ্জ লাগোয়া কর্ণজোড়ায় প্রশাসনিক ভবন চত্বরেই সেফ হোমে রয়েছেন ৫০ জন। কিন্তু প্রথম দিন থেকেই চরম অবহেলার শিকার হচ্ছেন তাঁরা! আবাসিকদের অভিযোগ, সেফ হোমের খাবার খুবই নিম্নমানের, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থাও। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সোমবার সেফ হোমের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন করোনা আক্রান্তেরা।