Asianet News BanglaAsianet News Bangla

কালী পুজোয় ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে, করোনা বিধি মেনে পিপিই কিট পরে পুজো গ্রহণ পুরোহিতদের, দেখে নিন ভিডিও

Nov 14, 2020, 5:36 PM IST

প্রতি বছর কালী পুজোর দিন দর্শনার্থীদের ভিড় দেখবার মত থাকে দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব কালী মন্দিরেই। এবছর করোনা আবহেও ছবিটা বদলায়নি। মাস্ক পরেই মা ভবতারিণীর পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেছেন পূণ্যার্থীরা। তবে সেখানে করোনার সবরকম বিধি নিষেধ মেনেই পুজো হচ্ছে। দর্শনার্থীদের জন্য সকাল ৬ টা  থেকেই মন্দির খোলা রয়েছে সেখানে। দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে স্যানিটাইজেশন টানেল -এর মধ্যে দিয়ে। এছাড়াও মাস্ক সেখানে বাধ্যতামূলক। সেই সঙ্গেই কোনও ফুল বা ধূপকাঠি ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ সেখানে এছাড়াও  দূরত্ব বজায় রেখেই পুজো দিতে হচ্ছে। মন্দিরের ভিতরে পুরোহিতরাও সেখানে মাস্ক ও পিপিই কিট পরেই পুজো গ্রহণ করছেন। 

  
 

Video Top Stories