শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে অশনি, তার আগেই বৃষ্টিভেজা হল কলকাতা ও সংলগ্ন এলাকা

 শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে অশনির অবস্থান বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার দূরে । আর পুরী থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে। বাংলা সরাসরি অশনির কোনও প্রভাব পড়বে না বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। 

/ Updated: May 09 2022, 12:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে অশনির অবস্থান বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার দূরে । আর পুরী থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে। বাংলা সরাসরি অশনির কোনও প্রভাব পড়বে না বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সোমবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে তিলোত্তমার মুখভার ছিল। মেঘে ঢাকা ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। একটু বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়ালের আশেপাশে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে মেঘলা। হাওয়া অফিসের পূর্ভাবস উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে মেঘে ঢাকা। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।