কোথায়, কত গতিতে আঘাত হানবে বুলবুল, কী সতর্কবার্তা দিল হাওয়া অফিস, দেখুন ভিডিও
- সুন্দরবনে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল
- সতর্ক করে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
শনিবার রাতেই আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণ চব্বিশ পরগণার সাগর থেকে বাংলাদেশের খেপুপাড়়ার মাঝখানে সুন্দরবন অঞ্চলের উপরে আঘাত হানবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো পয়ত্রিশ কিলোমিটার বেগে স্থলভূমিতে আঘাত করবে বুলবুল। ঘূর্ণিঝড়ের সঙ্গেই শনিবার দুই চব্বিশ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। দুই চব্বিশ পরগণাতেই ঘূর্ণিঝড়ে জেরে এক থেকে দুই মিটার পর্যন্ত জলস্ফীতি ঘটতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা। পূর্ব মেদিনীপুরেও ০.৫ মিটার থেকে এক মিটার পর্যন্ত জলস্ফীতির সতর্কতা জারি করা হয়েছে। দুই চব্বিশ পরগণার সঙ্গেই কলকাতাতেও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।