সবার হাতে বন্দুক, দুর্গা বিসর্জনে তৃণমূল নেতার বাড়ির বিপজ্জনক রীতি, দেখুন ভিডিও

  • দুর্গাকে বিদায় জানানোর সময় গান স্যালুট
  • কুলটির নিয়ামতপুরে রায় পরিবারের রীতি
  • ইচ্ছে মতো শূন্য গুলি ছুড়ে বিসর্জন

/ Updated: Oct 09 2019, 09:01 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা দুর্গাকেও এখানে গান স্যালুট দিয়ে বিদায়। আর তা পালন করতে গিয়ে ছোট, বড় সবার হাতে তুলে দেওয়া হচ্ছে বন্দুক। যেমন খুশি শূন্যে গুলি ছু়ড়ছেন পরিবারের সদস্যরা। এটাই রীতি পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরের রায় পরিবারের। রায়রা ছিলেন এলাকার জমিদার। জমিদারি নেই কিন্তু এই অভিনব প্রথা রয়ে গিয়েছে দুর্গা পুজোয়। আর সেই প্রথা ঘিরেই দীর্ঘদিন ধরে প্রশ্নও উঠছে। কারণ বড় থেকে ছোট, পরিবারের সবাই যেভাবে হাতে বন্দুক নিয়ে ইচ্ছেমতো গুলি ছোড়েন, তাতে অসতর্কতায় যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই পরিবারের এক সদস্য আবার শাসক দলের নেতা হওয়ায় বিতর্ক আরও বেড়েছে।

রায় পরিবারের সদস্য তথা কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা বাচ্চু রায় ১৫ টি বন্দুক বের করার কথা অস্বীকার করেন। তিনি বলেন চারটি দু' নলা রাইফেল ও একটি রিভলভার থেকে গুলি চালানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি,  এখনও প্রায় কুড়িটি সচল বন্দুক রয়েছে রায়দের পরিবারে। প্রত্যেকটি বন্দুক বৈধ।