Road accident: দিঘায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩

পূর্বমেদিনীপুর জেলার চন্ডীপুর থানা এলাকার নরঘাটে পথ দূর্ঘটনা (Road accident)। নন্দকুমারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি সবজি বোঝাই গাড়িকে। সবজিবোঝাই গাড়ির পেছনে আরও কয়েকটি দিঘাগামী গাড়িকেও ধাক্কা মারে। প্রায় ৮জনের মত গুরুতর আহত হয় এই ঘটনায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্ডীপুর থানার পুলিশ। দিঘার পথে বড় দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার নরঘাটের কাছে ১১৬ বি জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। হাওড়াগামী খেজুরির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার দিকে যাওয়া সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মেরে বেশ কয়েকটি দিঘাগামী বাসকেও ধাক্কা মারে। প্রায় ১৭ জন আহত হয় এদের মধ্যে ৮ জন গুরুতর আহত। তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চন্ডীপুর ও তমলুক থানার পুলিশ। সূত্রের খবর, পরে তিন জনের মৃত্যু হয়।

/ Updated: Nov 12 2021, 11:55 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পূর্বমেদিনীপুর জেলার চন্ডীপুর থানা এলাকার নরঘাটে পথ দূর্ঘটনা (Road accident)। নন্দকুমারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি সবজি বোঝাই গাড়িকে। সবজিবোঝাই গাড়ির পেছনে আরও কয়েকটি দীঘাগামী গাড়িকেও ধাক্কা মারে। প্রায় ৮জনের মত গুরুতর আহত হয় এই ঘটনায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্ডীপুর থানার পুলিশ। দিঘার পথে বড় দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার নরঘাটের কাছে ১১৬ বি জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। হাওড়াগামী খেজুরির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার দিকে যাওয়া সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মেরে বেশ কয়েকটি দীঘা গামী বাসকেও ধাক্কা মারে। প্রায় ১৭ জন আহত হয় এদের মধ্যে ৮ জন গুরুতর আহত। তাদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চন্ডীপুর ও তমলুক থানার পুলিশ। সূত্রের খবর, পরে তিন জনের মৃত্যু হয়।