Asianet News BanglaAsianet News Bangla

ভেসে আসছে মৃত দেহ, গঙ্গায় যেতে নিষেধাজ্ঞায় চলল মাইক-প্রচার

  • মালদহের গঙ্গায় মৃতদেহ ভেসে আসার আশঙ্কা
  • গঙ্গায় যেতে নিষেধাজ্ঞা জারি হল, চলল মাইকিং
  • পড়শি রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশকে দেখে আগাম সতর্কতা অবলম্বন
  • সংক্রমণ এড়াতে তাই গঙ্গা থেকে দূরে থাকার পরামর্শ 
  • মালদহের মানিকচকে মাইক-প্রচার চালাল স্থানীয় প্রশাসন
     
May 15, 2021, 6:25 PM IST

বিহারের গঙ্গায় ভেসে থাকতে দেখা গিয়েছে শতাধিক মৃত দেহ। সেই একই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশেও। সেই সব মৃত দেহ ভেসে আসতে পারে মালদহে। তাই নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র -কে। এরপরেই নড়েচড়ে বসে মালদহ জেলা প্রশাসন। নজরদারির জন্য সেখানে ইতিমধ্যেই ১০-১২ টি নৌকার ব্যবস্থা করা হয়েছে। লাশ ভেসে আসার সঙ্গে সঙ্গে যাতে তা সরিয়ে দেওয়া যায় তার জন্যই শুরু হয়েছে এই বিশেষ নজরদারি। মানিকচক,কালিয়াচক ২ এবং ৩ নং ব্লক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ এড়াতে তাই গঙ্গা থেকে দূরে থাকার পরামর্শ। মালদহের মানিকচকে মাইক-প্রচার চালাল স্থানীয় প্রশাসন।