এক দশকের উত্তাল বঙ্গ রাজনীতি- ডেলো বৈঠক আজও ইস্যু

  • আরও একটা দশক পূর্ণ হওয়ার পথে 
  • এই চলার পথে উঠে এল এমন এক কাহিনি
  • যা নিয়ে হইচই পড়েছিল বঙ্গ রাজনীতিতে 
  • চিটফান্ডের সুবাদে খ্যাতি পাওয়া ডেলো বাংলা এখন কেমন আছে
  •  

/ Updated: Jan 01 2020, 01:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত এক দশকের বঙ্গ রাজনীতির অন্যতম বড় ইস্যু ডেলো বৈঠক। অভিযোগ ডেলো-র পর্যটন বিভাগের এই বাংলোতেই এক রাতে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে হাজির ছিলেন খোদ মুকুল রায়। যিনি এই মুহূর্তে বাংলা বিজেপি-র এক বড় মুখ। এই বৈঠকের সময় তখন মমতার সবচেয়ে আস্থাভাজন এবং ডানহাত ছিলেন মুকুল রায়। সারদা চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হওয়ার পর একাধিকবার এই ডেলো বৈঠকের অবতারণা করেছেন সুদীপ্ত সেন। এমনকী গৌতম কুণ্ডুও এই বৈঠকের কথা বারবার বলেছেন। সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হয়েছিল সারদা চিটফান্ডের মামলায়। আর রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছিলেন গৌতম কুণ্ডু। সুদীপ্ত এবং গৌতম দুজনেই এখনও জেলে রয়েছেন। মুকুল রায়ও এই ডেলো বৈঠকের কথা একাধিক স্থানে বলেছিলেন। ফলত এই ডেলোর বাংলো নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। যার জেরে ডেলো পার্কে আসা পর্যটকের চোখে অন্যতম বড় আকর্ষণ এই বাংলো।