Asianet News BanglaAsianet News Bangla

লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধ করে ফের নিত্যযাত্রীদের বিক্ষোভ

Aug 11, 2021, 2:32 PM IST

বুধবার সকালে লোকাল চালানোর দাবিতে শিহালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশনে অবরোধ। সেখানে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে এই অবরোধ। বিক্ষোভকারীদের দাবি, অন্যান্য স্টেশনে থেকে লোকাল চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোন লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে। যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।