এবার দীপাবলিতে বন্ধ বাজি, রাস্তা আটকে বিক্ষোভ বাজি ব্যবসায়ীদের

  • করোনা পরিস্থিতিকে সামাল দিতে এবার দীপাবলিতে বন্ধ বাজি
  • এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট
  • সেই বাজি ব্যবসায়ীদের আটক করেছে পুলিশ
  • তার প্রতিবাদেই বিক্ষোভ বাজি ব্যবসায়ীদের  
/ Updated: Nov 10 2020, 04:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 করোনা পরিস্থিতার কথা ভেবেই এবার দীপাবলিতে আতসবাজি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে চরম সঙ্কটের মধ্যে পড়তে হচ্ছে বাজি ব্যবসায়ীদের। আর এই বাজি ব্যবসায়ীদেরই সোমবার বিক্ষোভ করতে দেখা গেল কাঁচরাপাড়ার বাগমোড়ে কল্যাণী ব্যারাকপুর রোডে। তবে বিক্ষোভের কারণ হিসেবে তারা জানিয়েছেন পুলিশরা তিনজন বাজি ব্যবসায়ীকে কোনও কারণ ছাড়াই তুলে নিয়ে যায় মঙ্গলবারে। আর সেই কারণেই সব বাজি ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় সেখানে। রাস্তা আটকে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বাজি বিক্রেতারা। তাদের অভিযোগ বীজপুর থানার পুলিশ বাজি বিক্রির খবর পেয়ে তিন জনকে আটক করে নিয়ে যায়। অথচ তারা নাকি কোনওরকম বাজি বিক্রি করছিলেন না। পুলিশ অবশ্য জানিয়েছে, কোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাদের কাছে খবর ছিল বেআইনিভাবে সেখানে বাজি বিক্রি হচ্ছিল সেখানে দীর্ঘদিন ধরে। আর সেই কারণেই তারা গ্রেফতার করেছে তাদের। এই ঘটনায় দীর্ঘক্ষন রাস্তা আটকে বাঁশ দিয়ে বিক্ষোভ চালায় এলাকার মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।