'এমন পালিশ করব, ব্যান্ডেজের জায়গা থাকবে না', বাঁকুড়ায় হুঁশিয়ারি দিলীপের, দেখুন ভিডিও

  • বাঁকুড়ায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লেই পাল্টা মার
  • পুলিশকেও রেয়াত নয়, হুমকি দিলীপের
/ Updated: Jul 20 2019, 09:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপি কর্মীদের হাত পড়লেই ছ' মাসের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে রেয়াত করা হবে না পুলিশকেও। বাঁকুড়ার ওন্দার সভা থেকে এভাবেই ফের উস্কানিমূলক বক্তব্য রাখতে শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শুধু তাই নয়, তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে যে নেতারা যোগ দিতে যাবেন, তাঁদের আগে কাটমানি ফেরত দিতে হবে বলেও সতর্ক করেন দিলীপবাবু। 

এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন খড়্গপুরের সাংসদ। তৃণমূলকে সতর্ক করে দিয়ে রীতিমতো হঙ্কারের সুরে তিনি বলেন, 'গোটা দেশে বিজেপি গুন্ডা, বদমাশদের শায়েস্তা করেছে। বাংলাতাকেও কাউকে রেয়াত করা হবে না। এমন পালিশ করব যে ব্যান্ডেজ করার জায়গা থাকবে না।' অতীতেও এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।কিন্তু সমর্থকদের তাতাতে সেই পথ থেকে সরছেন না তিনি।