কয়লা পাচার কাণ্ডে নাটক অব্যাহত, গতরাতের পর আজ সকালেও ইডি-র দপ্তরে অভিষেকের শ্যালিকা
কয়লা পাচার-কাণ্ডে রবিবার মধ্যরাতের পর আজ সকালেও সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, গম্ভীর সঙ্গে ছিল তার আইনজীবী
কয়লা পাচার-কাণ্ডে রবিবার মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান মেনকা গম্ভীর | রবিবার রাত সাড়ে ১২ নাগাদ তাঁকে তলব করা হয়েছিল | কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময় | কিছু ক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান | আজ সকালে আবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে যান মেনকা গম্ভীর | সম্পর্কে মেনকা গম্ভীর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা